আগরতলা, ১৭ নভেম্বর ২০২৫ঃ
‘জেন-জি প্রজন্মের কাছে কি ট্রেডিশনাল মিডিয়া জনপ্রিয়তা হারাচ্ছে?’, জাতীয় প্রেস ডে উপলক্ষে রবিবার এই বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করল অ্যাসেম্বলি অব জার্নালিস্টস।
সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, মিডিয়া কর্মী এবং সাংবাদিকতার ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানের সংগঠনের সাধারণ সম্পাদক শানিত দেবরায় বলেন, দ্রুত পরিবর্তনশীল মিডিয়া ইকোসিস্টেমে সংবাদ সংগ্রহ, পরিবেশন ও গ্রহণের ধরন আমূল বদলে গেছে। বিশেষ করে জেন-জি প্রজন্ম ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ক্রমশ ঝুঁকে পড়ায় প্রথাগত সংবাদমাধ্যমের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তাঁর মতে, “ট্রেডিশনাল মিডিয়াকে টিকে থাকতে হলে পাঠক–দর্শকের এই নতুন অভ্যাস ও মনোভাবকে বুঝে এগোতে হবে।”
সভায় আলোচকরা ট্রেডিশনাল মিডিয়ার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ কমে যাওয়ার সম্ভাব্য কারণগুলি তুলে ধরেন— দ্রুততার অভাব, ডিজিটাল কনটেন্টের প্রতি ঝোঁক, সংক্ষিপ্ত ভিডিও সংবাদ ও সোশ্যাল মিডিয়ার প্রভাব, এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে বাড়তে থাকা প্রশ্ন। একই সঙ্গে অনেকেই বলেন, তথ্যের সঠিকতা, গভীরতা ও নির্ভরযোগ্যতার ক্ষেত্রে এখনো ট্রেডিশনাল মিডিয়ার জুড়ি নেই।
সেমিনারে আরও আলোচিত হয় ভুয়ো খবরের প্রসার, মিডিয়ার নৈতিক দায়বদ্ধতা, ডিজিটাল সাক্ষরতা এবং ভবিষ্যতের সংবাদ পরিবেশনার সম্ভাব্য দিকনির্দেশ। জাতীয় প্রেস ডে–র তাৎপর্য উল্লেখ করে বক্তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সংবাদপত্রের চর্চাই মিডিয়াকে সমাজের আস্থা ধরে রাখতে সাহায্য করবে।