আগরতলা, ১৭ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার প্রধান বাণিজ্যিক ফসল রাবারের বাজারদর টানা কয়েক মাস ধরে নিম্নমুখী থাকার ফলে রাজ্যজুড়ে চাষি ও রাবার-নির্ভর অসংখ্য মানুষের আর্থিক সংকট দেখা দিয়েছে। গত সেপ্টেম্বর মাসের পর থেকেই রাবারের দর টানা কমতে থাকায় দক্ষিণ, গোমতী, সিপাহিজলা ও পশ্চিম জেলার হাজার হাজার রাবার চাষি চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
চাষিদের অভিযোগ, পুজোর আগে প্রতি কেজি শিট রাবার যেখানে বিক্রি হতো ১৭০-১৭২ টাকায়, সেখানে বর্তমানে সেই দাম নেমে এসেছে ১৫৪-১৫৫ টাকায়। স্ক্র্যাপ রাবারের মূল্যও কমে গিয়ে দাঁড়িয়েছে ৭০-৮০ টাকায়, তাও বহু ব্যবসায়ী স্ক্র্যাপ কিনতে অনাগ্রহী। রাজ্যে রাবার চাষি, স্থানীয় ক্রেতা ব্যাবসায়ী, বড় ডিস্ট্রিবিউটর ও শিল্প, মিলিয়ে যে বিপুল কর্মসংস্থান রয়েছে, দরপতনের ফলে সেই সব ক্ষেত্রেই আয় কমে গেছে।
বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত রাবার সরবরাহ, চিন ও ইউরোপে শিল্পমন্দা, সিন্থেটিক রাবারের বাড়তি দাপট এবং থাইল্যান্ড-ইন্দোনেশিয়া-ভিয়েতনামের মতো বড় উৎপাদক দেশে অতিরিক্ত উৎপাদনের কারণে বৈশ্বিক কাঁচা রাবারের দাম কমেছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভারতের বাজারে। বড় রাবার ব্যবসায়ীদের অভিযোগ, টায়ার কোম্পানিগুলি আন্তর্জাতিক দরের অজুহাতে স্থানীয় বাজারেও কম দাম দিচ্ছে।