আগরতলা, ১৭ নভেম্বর, ২০০৫ঃ
রাজ্যে নতুন বিদ্যুৎ মাশুল কার্যকর করার ঘোষণা করল ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি নভেম্বর মাসের প্রথম দিন থেকেই এই নতুন মাশুল কার্যকর হয়েছে। বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ইউনিট পিছু এনার্জি চার্জ বা বিদ্যুৎ মাশুল বাড়ছে না; বরং কিছু ক্ষেত্রে কমছে, বলে আশ্বাস দিয়েছে কমিশন।
কমিশন জানিয়েছে, বিদ্যুৎ ব্যবহারের ওপর নির্ভর করে প্রতিমাসের ফিক্সড চার্জ নতুনভাবে নির্ধারণ করা হবে। পূর্বের মতো স্থির ফিক্সড চার্জ আর থাকছে না। গ্রাহকদের সংযোগে নির্ধারিত লোডই এই নতুন ফিক্সড চার্জের ভিত্তি হবে।
‘কোটির জ্যোতি’ প্রকল্পে এবার থেকে প্রতি মাসে সর্বোচ্চ ১৫ কিলোওয়াটের পরিবর্তে ৩০ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ছাড় পাবেন গ্রাহকরা।
প্রান্তিক এলাকায় হাসপাতাল স্থাপন, মোবাইল টাওয়ার নির্মাণ, মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর ব্যবসা এবং হোমস্টে পরিষেবার ক্ষেত্রে নতুন বিদ্যুৎ সংযোগ পেতে দেয়া হবে ১০ শতাংশ ছাড়।
অন্তত ২০ শতাংশ মাশুল বৃদ্ধির আবেদন করেছিল ত্রিপুরা বিদ্যুৎ নিগম। কিন্তু, সাধারণ গ্রাহক, বাণিজ্য ও শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন সেই আবেদন মঞ্জুর করেনি।