আগরতলা, ২৬ মার্চ, ২০২৫ঃ
বিধানসভায় অধ্যক্ষের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিধানসভার অধিবেশন বয়কটের ঘোষণা করল বিরোধী দল সিপিএম। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বুধবার অধিবেশনের বিরতির সময় এক সাংবাদিক সম্মেলন করে অধিবেশন বয়কটের ঘোষণা দেন। বুধবার বিধানসভা অধিবেশনের শূন্য সময়ে অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন মন্ত্রী রতন লাল নাথের একটি প্রিভিলেজ মোশন আলোচনা করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রিভিলেজ মোশনটি খারিজ করে দেন। তিনি বলেন এক অধিবেশনে একাধিক প্রিভিলেজ মোশনে শুনানি হতে পারে না। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন যেহেতু মন্ত্রী রতনলাল নাথের আবেদনটি আগে জমা পড়েছে, তাই বিরোধী দলনেতার আবেদনটিতে শুনানি করা সম্ভব না। বিরোধী দলনেতার দাবি বিধানসভা প্রশাসনকে দিয়ে জালিয়াতে করিয়ে পরিষদের মন্ত্রীর অভিযুক্তি আগে গ্রহণ করে নেওয়া হয়েছে। বিরোধী দলনেতার অভিযোগ, বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা নিরপেক্ষ নয়। এর প্রতিবাদেই অধিবেশনের বাকি তিন দিন গুলি ঘোষণা দিল সিপিএম। এর আগে বিরোধী দলনেতার প্রিভিলেস মোশনে শুনানি না করায় বেলা সোয়া ১২ টা নাগাদ অধিবেশন বয়কট করেছিল সিপিএম। এদিকে কংগ্রেসের পক্ষে বিধায়ক সুদীপ রায় বর্মন গোটা প্রসঙ্গে অধ্যক্ষকে মধ্যস্থতার মাধ্যমে সমাধান করে নেওয়ার পরামর্শ দেন। কারণ বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে এই ধরনের মন্তব্য স্পর্শকাতর।