আগরতলা, ১৭ নভেম্বর, ২০২৫ঃ
জল জীবন মিশন ২.০ চালু হওয়ার প্রস্তুতিও শুরু করেছে ত্রিপুরা। এর বিস্তারিত নির্দেশিকা ও আর্থিক বরাদ্দের অপেক্ষায় থাকলেও, দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও প্রতিটি জল সরবরাহ প্রকল্পে উৎসস্থল টেকসই রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পানীয় জলের উৎস এবং সৃষ্ট সম্পদের কার্যকর রক্ষণাবেক্ষণের জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের নির্দেশও দেওয়া হয়েছে।
সচিবালয়ের পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের পর্যালোচনা সভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, পানীয় জলের ক্ষেত্রে কোনও ব্যক্তি যাতে তাঁর প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার সর্বদা সতর্ক। জনপ্রতিনিধি ও দপ্তরীয় আধিকারিকদের সমন্বয় রেখে সময়মতো কাজ সম্পন্ন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও উল্লেখ করেন, পাহাড়ি ও সমতল—দুই ভৌগোলিক বৈশিষ্ট্য মিলিয়ে গঠিত ত্রিপুরায় জলের স্তর সর্বত্র সমান নয়। তাই বৃষ্টির জল সংরক্ষণের মতো আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহারে জোর দিতে হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী অমৃত সরোবর প্রকল্পের সুফলও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
এদিন সভায় পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এ.কে. দাস জানান, ২০১৯-২০ থেকে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে মোট ৬,২২,২৫৮টি পরিবারের বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

One Killed, Another Injured in Powerful Blast at Rented House in Kannur

Kannur, August 30 (IANS) — A powerful explosion at a rented house…