আগরতলা, ১৮ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় জল সংরক্ষণে অভূতপূর্ব সাফল্যের জন্য আবারও জাতীয় পুরস্কার পেল উত্তর ত্রিপুরা জেলা। জল সঞ্চয় জনভাগীদারি প্রচারে উত্তর–পূর্ব ও পার্বত্য অঞ্চলের সেরা জেলা হিসেবে সম্মান লাভ করল উত্তর ত্রিপুরা। সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁন্দনী চন্দনের হাতে এই পুরস্কার তুলে দেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে মে পর্যন্ত, মাত্র চার মাসের মধ্যে, উত্তর ত্রিপুরা জেলায় ১১,০০০ এর বেশি জল সংরক্ষণ কাঠামো তৈরি করা হয়েছে। এ অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ জেলা পেয়েছে ২ কোটি টাকার বিশেষ পুরস্কার।
সরকারি আধিকারিকদের কঠোর পরিশ্রম, জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতা এবং সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণেই এই ঐতিহাসিক অর্জন সম্ভব হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জল সংরক্ষণে জেলার এই উদ্যোগ দেশজুড়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই সম্মান উত্তর ত্রিপুরার মানুষের সম্মিলিত প্রয়াসেরই ফল, বলে মনে করছেন জেলা শাসক কর্তৃপক্ষ। গর্বের এই অর্জন জল ব্যবস্থাপনায় ভবিষ্যতের আরও বড় সাফল্য অর্জনের পথ খুলে দেবে বলে আশাবাদী সবাই।