আগরতলা, ১৮ নভেম্বর ২০২৫ঃ
রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে বিশুদ্ধ পানীয়জল পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ বর্তমান সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ২০২১ সালে শুরু হওয়া আমৃত ২.০ প্রকল্পের অধীনে শহরাঞ্চলে জলপরিষেবা সুদৃঢ় করতে ইতিমধ্যেই বহু কাজ বাস্তবায়িত হয়েছে। সোমবার আগরতলা পুরনিগম এলাকায় সম্পন্ন বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, “জলই জীবন। জল ছাড়া মানুষের বাঁচা অসম্ভব। তাই প্রত্যেক পরিবারের কাছে বিশুদ্ধ পানীয়জল পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার।” তিনি জানান, আমৃত ২.০ প্রকল্পের অংশ হিসেবে ত্রিপুরায় জলবোর্ড গঠনের ফলে পরিষেবার মান যেমন বেড়েছে, তেমনি স্বচ্ছতা ও গতি এসেছে কাজের রূপায়ণে। রাজ্যের কোনো পরিবারই যেন জলপরিষেবা থেকে বঞ্চিত না হয়—এটাই সরকারের মূল লক্ষ্য।
এই উপলক্ষে আগরতলার বিভিন্ন ওয়ার্ডে নির্মিত ৪৫টি ডিপ-টিউবওয়েল এবং ২৭টি আয়রন রিম্যুভেল প্ল্যান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ত্রিপুরা জলবোর্ডের মাধ্যমে ইতিমধ্যে ১৬ হাজার ২২৪টি পরিবারে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে।
শুধু পানীয়জল নয়, শহর ও গ্রাম মিলিয়ে সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতেই সরকার কাজ করছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, “উন্নয়নমূলক কাজে আত্মতৃপ্তির কোনো স্থান নেই। মানুষের কল্যাণেই আমাদের সব প্রচেষ্টা।” তিনি দাবি করেন, গত কয়েক বছরে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আগরতলা এবং অন্যান্য শহরগুলির চেহারা বদলে গেছে। এর ফলে রাজ্যে আসা পর্যটকরাও নতুন পরিবর্তন দেখে প্রশংসা করছেন।