আগরতলা, ১৮ নভেম্বর, ২০২৫ঃ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত মিডল ইস্ট ন্যাচারাল অ্যান্ড অর্গানিক প্রোডাক্টস এক্সপো ২০২৫–এ ত্রিপুরার জি আই–ট্যাগযুক্ত কুইন আনারস, কাঁঠাল, সুগন্ধি কালিখাসা ও হরিনারায়ণ ধান, বার্ডস আই চিলি, গন্ধরাজ লেবু, সাদা তিল ও কাউন (ফক্সটেইল মিলেট) বিশ্বব্যাপী দর্শকদের নজর কেড়েছে। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১৭ থেকে ১৯ নভেম্বর আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ত্রিপুরার অংশগ্রহণ ব্যাপক সাড়া ফেলে।
এক্সপো উপলক্ষে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ অর্গানিক কৃষি, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ সহযোগিতায় ত্রিপুরা ও আরব বিশ্বের সম্পর্ক আরও জোরদার করার বার্তাও দেন।
মন্ত্রী আন্তর্জাতিক দর্শকদের সামনে ত্রিপুরার বিশ্ববিখ্যাত জি আই–ট্যাগযুক্ত কুইন আনারসের অনন্য স্বাদ ও গুণমানও তুলে ধরে বলেন, কুইন আনারসের প্রাকৃতিক মিষ্টত্ব ১৬ থেকে ২০ ব্রিক্স, যা একে টেবিল ফ্রুট হিসেবে আদর্শ করে তুলেছে, আর ১০ থেকে ১৩ ব্রিক্স মিষ্টত্বের কিউ জাতের আনারসের প্রক্রিয়াজাত শিল্পে ব্যবহারের জন্য উপযুক্ত।
আদা, হলুদ, বার্ডস আই চিলি, তিল ও কাউনের মতো অর্গানিক পণ্যের মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিপুল রপ্তানি সম্ভাবনা রয়েছে বলে জানান মন্ত্রী।
এক্সপোর বিভিন্ন দেশ থেকে আগত আমদানিকারক, রিটেইলার ও বিনিয়োগকারীরা ত্রিপুরার অর্গানিক পণ্যে গভীর আগ্রহ দেখান এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রস্তাবও দেন। মন্ত্রী ত্রিপুরার বিখ্যাত আগর উড, আগর অয়েল, পারফিউম ও বাঁশজাত পণ্যের সম্ভাবনাও তুলে ধরে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ত্রিপুরায় বিনিয়োগের আহ্বান জানান।