আগরতলা, ১৯ নভেম্বর ২০২৫ঃ
ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে মোট ৪০৭টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, সমবায় দপ্তরে ৯৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে, অডিটর, ইনভেস্টিগেটর এবং স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর পদ। এসব গ্রুপ সি শ্রেণির পদে জেআরবিটি এর মাধ্যমে স্থির বেতনের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
এছাড়া সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে ২৮টি আইসিডিএস সুপারভাইজর পদে নিয়োগ করা হবে টিপিএসসি এর মাধ্যমে। নগর উন্নয়ন দপ্তরে নতুন করে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার বিভাগে ১৪টি ইঞ্জিনিয়ারিং পদের সৃষ্টি করা হয়েছে।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক ৮টি ফ্যাকাল্টি ও সাপোর্টিং স্টাফ পদ পূরণ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
রাজ্যের অঙ্গনওয়াড়ি পরিষেবা আরও শক্তিশালী করতে ১১৯টি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার খোলার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই কেন্দ্রগুলির জন্য ১১৯ জন অঙ্গনওয়াড়ি হেল্পার ও ১১৯ জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের নতুন পদ সৃষ্টি করা হবে।
এছাড়া ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে ২২ জন নাইট গার্ড নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যটনমন্ত্রী জানান, বিভিন্ন দপ্তরে নিয়োগ রাজ্য সরকারের জনদরদি দৃষ্টিভঙ্গির প্রতিফলন।