আগরতলা, ১৯ নভেম্বর, ২০২৫ঃ
জল সংরক্ষণে কার্যকর ভূমিকার জন্য জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেল ত্রিপুরার দুই জেলা। ৬ষ্ঠ জাতীয় জল পুরস্কার ২০২৪ এ উত্তর পূর্ব অঞ্চলের সেরা জেলা বিভাগে সিপাহীজলা জেলা বিজয়ী হয়েছে।
একই সঙ্গে জল শক্তি মন্ত্রকের জল সঞ্চয় জন ভাগীদারি অভিযানে উত্তর ত্রিপুরা জেলা উত্তর পূর্ব ও পাহাড়ি অঞ্চলের ‘সেরা কর্মদক্ষ জেলা’ হিসেবে নির্বাচিত হয়েছে।
স্বয়ং ভারতের রাষ্ট্রপতি এই সম্মানজনক পুরস্কার প্রদান করেন, যা ত্রিপুরার জন্য এক গুরুত্বপূর্ণ ও গর্বের মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে। জল শক্তি মন্ত্রকের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি রাজ্যের জল সংরক্ষণ উদ্যোগ, প্রশাসনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার উপর জোর দেয়।
সিপাহীজলা জেলার অর্জন রাষ্ট্রীয় পর্যায়ে জল ব্যবস্থাপনা, সংরক্ষণ, পুনর্ভরণ এবং টেকসই জলনীতি বাস্তবায়নের সফল উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।
অন্যদিকে উত্তর ত্রিপুরা জেলার সাফল্য জল সঞ্চয় জন ভাগীদারি অভিযানে ধারাবাহিক কর্মদক্ষতার প্রতিফলন, যেখানে জল সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং অংশীদারিত্বমূলক উন্নয়নমূলক কর্মকাণ্ড গুরুত্ব পেয়েছে।
রাজ্যের প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই দ্বৈত সম্মান ত্রিপুরাকে জাতীয় মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই সাফল্য ভবিষ্যতে জল সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহ জোগাবে।