আগরতলা, ২০ নভেম্বর, ২০২৫ঃ
আগামী ২০ বছরের ভবিষ্যৎ পরিকল্পনা করে ‘বৃহত্তর আগরতলা’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে আগরতলা পুর নিগম। এই উদ্দেশ্যে একটি খড়সা পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার একটি বৈঠক করেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি ইতিমধ্যেই বিস্তৃত এলাকা চিহ্নিত করে একটি মাস্টার প্ল্যান তৈরি করে জমা দিয়েছে।
এদিন আগরতলা পুর নিগমের এই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান, আগামী দিনে আগরতলা শহর উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে আরো বিস্তার করার পরিকল্পনা রয়েছে। আগামী ২০ বছরের লক্ষ্যে শহরের আয়তনকে অনুমান করে গ্রহণ করা হচ্ছে এই নতুন পরিকল্পনা। নগর উন্নয়ন প্রকল্পে মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুর নিগমকে ৩৯ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
এদিকে বর্তমানে শহরের বহু এলাকার পয়ঃপ্রণালি ব্যবস্থা ভেঙে পড়েছে, রয়েছে আবর্জনার সমস্যা, পানীয় জলের সংকট, জল নিষ্কাশনের সমস্যা। তাছাড়া যানজটের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। সেই সঙ্গে বক্স কালভার্ট নির্মাণে অবিজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের অভিযোগে ক্ষোভ বাড়ছে।
নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যদিও বলা হয়েছে, আগরতলাকে একটি সুপরিকল্পিত আধুনিক নগরীতে রূপান্তরিত করতেই এই উদ্যোগ।