আগরতলা, ২১ নভেম্বর ২০২৫ঃ
খুমুলুঙে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে ও বিজেপি কর্মী মিতা দেববর্মার বাড়িতে হামলার ঘটনায় শুক্রবার এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী। ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি মিতা দেববর্মার বাড়ি পরিদর্শন করেন এবং পুড়ে যাওয়া বিজেপি কার্যালয়টি পরিদর্শন করেন।
মুখ্যমন্ত্রী এই হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিপ্রামথা আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা অগ্নিসংযোগ ও হামলা অত্যন্ত নিন্দনীয়।” তিনি আরও বলেন, ত্রিপুরায় রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “কমিউনিস্টদের আমদানি করা রাজনৈতিক সন্ত্রাস ও অগ্নিসংযোগের সংস্কৃতি আমাদের দল ও সরকার মানতে পারে না। এখনো সময় আছে, এই সহিংস, গণতন্ত্রবিরোধী পথ থেকে বেরিয়ে আসতে হবে। জোর জবরদস্তি করে কখনোই প্রতিষ্ঠিত হওয়া যায় না।”
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে আইন তার নিজস্ব পথে চলবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে তিনি দ্রুত তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।