আগরতলা, ২৪ নভেম্বর, ২০২৫ঃ
উত্তর ত্রিপুরা জেলার ব্রজেন্দ্রনগর সীমান্তে পাচার রোধে গুলি চালালো বিএসএফ। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ৯৭ ব্যাটালিয়নের সি কোম্পানির অধীন ব্রজেন্দ্রনগর বিওপি এলাকার ১৩৮ নম্বর পিলার থেকে ১৩৯ নম্বর পিলার পর্যন্ত ও ১০ নম্বর গেইটের কাছে গুলিবিদ্ধ হন এক ভারতীয় যুবক।
প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবকের নাম আকাশ দাস। সে পানিসাগর থানাধীন অগ্নিপাসা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। অভিযোগ, সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে পণ্য পাচারের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিলেন আকাশ দাস। সেই সময় বিএসএফ জওয়ানরা তাকে থামাতে নির্দেশ দেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এক রাউন্ড গুলি চালানো হয়, যা আকাশের পেটে লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বক্তব্য, আহত যুবক বর্তমানে স্থিতিশীল হলেও তার শরীরের ভেতরে গুলি রয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার পর বিএসএফ ও স্থানীয় থানার তরফে পৃথক তদন্ত শুরু হয়েছে।