আগরতলা, ২৬ মার্চ ২০২৫ঃ
আন্তর্দেশীয় বাণিজ্যের সুবিধা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কোঅপারেশন, বিমসটেক গোষ্ঠীর সাত সদস্যের এক প্রতিনিধি দল সম্প্রতি আগরতলা আইসিপি পরিদর্শন করে যান। ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দলটি ভারত-বাংলাদেশ সীমান্তের বাণিজ্যিক কাজকর্ম এবং পরিকাঠামো ঘুরে দেখেন। বিমসটেকের সদস্য দেশগুলির ২০ জন কর্মকর্তা এই সফরে অংশ নেন। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং পরে আইসিপি কমপ্লেক্সের বিভিন্ন সুবিধা প্রদর্শন করেন। সফরের প্রতিনিধিরা বানিজ্যিক কাজকর্ম, পণ্য চলাচলের প্রক্রিয়া, জিরো লাইন, কার্গো পরিবহন ব্যবস্থা, যাত্রী সুবিধা এবং ডিজিটাল বাণিজ্য ব্যবস্থার বিষয়ে পর্যালোচনা করেন। শেষে আইসিআরআইইআর এর সহকারী গবেষক নির্লিপ্ত রথ বলেন, “আগরতলা স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যা ভারতকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ করে দিতে পারে। ভারত একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করতে পারে, যার মাধ্যমে নেপাল ও বাংলাদেশের সঙ্গে সড়ক সংযোগ তৈরি করা সম্ভব হবে।” তিনি আরও বলেন, “ভারত একক উইন্ডো সিস্টেম, বৈদ্যুতিন ডেটা ইন্টারফেস, ই-কমার্স এবং সবুজ বাণিজ্য সুবিধার মতো আধুনিক বাণিজ্য ব্যবস্থার বিকাশে নেতৃত্ব দিচ্ছে।”