আগরতলা, ২৪ নভেম্বর, ২০২৫ঃ
প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও পশ্চিম ত্রিপুরার আসনের প্রাক্তন সংসদ প্রতিমা ভৌমিকের খুড়তুতো ভাই বিধান কুমার ভৌমিককে ভুয়ো আধার কার্ড, বেআইনিভাবে বাংলাদেশ যাত্রা, ধর্মান্তর, প্রতারণা এবং স্ত্রী নির্যাতনের অভিযোগে গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পূর্ব আগরতলার মহিলা থানায় তাঁর স্ত্রী আঁখি ভৌমিক এফআইআর দায়ের করার পরই পুলিশ পদক্ষেপ নেয়।
অভিযোগ অনুযায়ী, ২০০১ সালে বিধান কুমার ভৌমিক বেআইনিভাবে বাংলাদেশে গিয়ে নিজের নাম পাল্টে ‘মিজানুর রহমান’ নামে পরিচয় দিয়ে আঁখি বেগমকে বিয়ে করেন। বাংলাদেশে প্রায় দশ বছর পর দু’জনে ভারতে ফিরে আসেন এবং আঁখি বেগম হয়ে যান আঁখি ভৌমিক।
২০১২ সালে এপারে ফেরার পর বিধান ভৌমিক যে আধার কার্ড তৈরি করেন, তাতে প্রতিমা ভৌমিকের বাবার নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। স্ত্রী আঁখির দাবি, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তিনি নির্যাতনের শিকার হয়েছেন।
এফআইআর–এ আঁখি ভৌমিক অভিযোগ করেছেন যে, তাঁর স্বামী নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। কয়েকদিন আগে তাঁর গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় বলেও জানান তিনি।