আগরতলা, ২৪ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কোনও আপোষ করা হচ্ছে না বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার আগরতলায় ফিজিক্যাল এডুকেশন টিচার এবং স্পেশাল এডুকেটরদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এইদিন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে ১০২ জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং ৫৫ জন স্পেশাল এডুকেটরকে নিয়োগপত্র দেওয়া হয়। মুখ্যমন্ত্রী প্রতীকীভাবে কয়েকজনের হাতে নিয়োগপত্র তুলে দেন।
মুখ্যমন্ত্রী জানান, ডাই-ইন-হারনেস সহ রাজ্যের বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত ২০,১৮১ জনকে চাকরি প্রদান করা হয়েছে। এরমধ্যে শিক্ষাদপ্তরেই ৬,৯৯৮ জনকে পিজিটি., জিটি. ও ইউজিটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার বক্তব্য, “শিক্ষার্থীরা যাতে গুণগতমানসম্পন্ন শিক্ষা পায় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীবান্ধব পরিবেশ পায়—এটাই বর্তমান সরকারের লক্ষ্য।”
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রথম দিন থেকেই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। কেউ রাজনৈতিক পরিচয় ছাড়া চাকরি পাচ্ছে না—এমন অভিযোগ আর তোলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “যারা আজ চাকরি পেয়েছেন, তাদের শারীরিক ভাষাই প্রমাণ করে তারা যোগ্য প্রার্থী।”
নিয়োগপ্রাপকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, সব সময় নিজেকে আপডেট রাখতে হবে। ক্লাসে ঢোকার আগেই প্রস্তুত হওয়া জরুরি।