আগরতলা, ২৪ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা সরকার ২০২১ সালে চালু হওয়া এডহক প্রমোশন পলিসিকে নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী জানান, সরকারি কর্মচারিদের পদোন্নতি সংক্রান্ত একটি মামলা সুপ্রিমকোর্টে বিচারাধীন থাকায় রাজ্য সরকার গত কয়েক বছর ধরে এডহক প্রমোশনের নীতি অনুসরণ করছিল। সেই নীতির আওতায় ২০২৫ সালের জুন মাস পর্যন্ত ১৩ হাজার ৮২ জনের বেশি সরকারি কর্মচারী এডহক ভিত্তিতে পদোন্নতি পেয়েছেন।
কিন্তু এডহক ভিত্তিতে প্রমোশন পাওয়া বহু কর্মচারী অবসর গ্রহণের পর আর্থিক ক্ষতির মুখে পড়ছিলেন। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মচারিদের স্বার্থে নীতি সংশোধনের পথে হাঁটল রাজ্য সরকার। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, অবসরপ্রাপ্ত কর্মচারীসহ সংশ্লিষ্ট সব কর্মচারীকে নিয়মিতকরণের সুবিধার আওতায় আনা হবে।
সুশান্ত চৌধুরী জানান, সুপ্রিমকোর্টে মামলার চূড়ান্ত নিষ্পত্তি সাপেক্ষে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। সরকারের মতে, এই পদক্ষেপ কর্মচারিদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে এবং দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা দূর করবে।