আগরতলা, ২৬ নভেম্বর, ২০২৫ঃ
“সংবিধান হলো ভারতের আত্মা। এটি দেশের মানুষকে একসূত্রে বেঁধে রেখেছে।” — সংবিধান দিবসের অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বুধবার কুঞ্জবন পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে সংবিধান দিবস উদযাপনের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে রাজ্যপাল জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এরপর তিনি সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। ছাত্রছাত্রী ও আমন্ত্রিত অতিথিরাও রাজ্যপালের সঙ্গে একযোগে প্রস্তাবনা পাঠে অংশ নেন।
রাজ্যপাল বলেন, বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপের ফলেই ভারত আজ একটি সুসংহত গণতান্ত্রিক কাঠামো পেয়েছে। ২৬ নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সংবিধানকে সর্বোচ্চ মর্যাদায় রাখা এবং রক্ষা করা আমাদের প্রত্যেকের কর্তব্য।”
ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তাদের হাতেই। প্রধানমন্ত্রী ঘোষিত ‘বিকশিত ভারত ২০৪৭’ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের শংসাপত্র প্রদান করেন রাজ্যপাল।
এদিন সকালে রাজভবনেও সংবিধান দিবস পালিত হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রস্তাবনা পাঠ করেন এবং রাজভবনের আধিকারিক ও কর্মচারীরাও এতে অংশ নেন।