আগরতলা, ৩০ নভেম্বর, ২০২৫ঃ
পেঁচারথল রেল স্টেশনে স্টপেজ চালু করল আগরতলা এক্সপ্রেস। উত্তর পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে, ৩০ নভেম্বর থেকে আগরতলা শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেনের পেচারথল স্টেশনে পরীক্ষামূলকভাবে স্টপেজ চালু করা হয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক সরকারি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান।
সূত্রের খবর অনুযায়ী, পরীক্ষামূলক সময়কালে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে পেচারথল স্টেশনে এই ট্রেনের যাত্রী চলাচলের পরিমাণের উপর। আশা অনুযায়ী যাত্রীসাড়া মিললে খুব শিগগিরই এই এক্সপ্রেস ট্রেনের নিয়মিত বিরতি চালু করা হবে।
উল্লেখযোগ্যভাবে, ট্রেনটি সাধারণ যাত্রী ট্রেনের পরিবর্তে এক্সপ্রেস হিসেবে চালু হওয়ার পর পেচারথল স্টেশনে এর বিরতি বন্ধ হয়ে যায়। এরপর থেকেই উত্তর ও ঊনকোটি জেলার সংযোগস্থলে অবস্থিত এই স্টেশনে এক্সপ্রেস স্টপেজ চালু করার জন্য স্থানীয়দের দাবি বাড়তে থাকে। বিষয়টি নজরে এলে পেঁচারথল রেলস্টেশনে আগরতলা এক্সপ্রেসের স্টপেজ পুনরায় চালু করার উদ্যোগ নে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।