আগরতলা, ২৭ মার্চ, ২০২৫ঃ
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে ২ এপ্রিল। আগরতলার মোট ছয়টি বিদ্যালয় চলবে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ। উত্তরপত্র মূল্যায়নে মোট ২১৯২ জন পরীক্ষক নিয়োগ করা হয়েছে। ১৮ মার্চ মাধ্যমিক এবং ২২ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতি শুরু করে দিয়েছিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে পর্ষদের সচিব ডঃ দুলাল দে জানান, উত্তরপত্র মূল্যায়নের জন্য পরীক্ষক, স্ক্রুটিনাইজার এবং হেড এক্সামিনার মিলিয়ে মোট ২১৯২ জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। আগরতলার চারটি বিদ্যালয় মাধ্যমিকের খাতা মূল্যায়ন হবে। উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়ন চলবে দুটি বিদ্যালয়ে। পর্ষদ সচিব জানিয়েছেন, এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আরো আগে প্রকাশ করার চেষ্টা করছে পর্ষদ।