আগরতলা, ১ ডিসেম্বর, ২০২৫ঃ
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে ত্রিপুরা সরকার। লক্ষ্মী পূজা ও দীপাবলি, এই দুটি উৎসবের দিন রবিবার থাকায় সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত দুটি ছুটি ঘোষণা করা হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালে লক্ষ্মী পূজা পড়েছে ২৫ অক্টোবর, রবিবার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কর্মীরা যাতে উৎসবটি যথাযথভাবে পরিবারের সঙ্গে পালন করতে পারেন, সেই লক্ষ্যেই সোমবার, ২৬ অক্টোবরকে অতিরিক্ত সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে।
একইভাবে, দীপাবলি ২০২৬ সালে উদযাপিত হবে ৮ নভেম্বর, রবিবার। উৎসবের ধারাবাহিকতা ব্যাহত না করে সকলে যাতে আনন্দের সঙ্গে দিনটি পালন করতে পারেন, সেজন্য সোমবার, ৯ নভেম্বরকেও সরকার ছুটি হিসাবে ঘোষণা করেছে।
মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্যোগে ঘোষিত এই অতিরিক্ত দুইদিনের ছুটি সরকারি কর্মীদের উৎসবমুখর সময় আরও উপভোগ করার সুযোগ করে দেবে এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।