আগরতলা, ৩ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় স্বাস্থ্য শিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী করতে ভারতের কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদ মেডিকেল কলেজ ও হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের জন্য ১৪০ কোটি টাকা মঞ্জুর করেছে। রাজ্যে প্রথমবারের মতো আয়ুষ-ভিত্তিক দুটি পৃথক মেডিকেল কলেজ স্থাপিত হলে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা শিক্ষার মান আরও উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মানিক সাহার সভাপতিত্বে একটি উচ্চস্তরের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আগামী শিক্ষাবর্ষ থেকেই কলেজ দু’টি চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট দফতরগুলিকে অতি দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের এই সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা এবং আয়ুষ মন্ত্রকের স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদবকে ধন্যবাদ জানান।
২০২৪ সালের মাঝামাঝি সময় থাকে রাজ্যে এই ধরনের দুটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে সরকার। পাশাপাশি কলেজ গঠনের প্রস্তুতি শুরু করে প্রশাসন।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এই প্রকল্প ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত খুলে দেবে এবং স্থানীয় যুব সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ তৈরি করবে।