আগরতলা, ২ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে মাতা কাশ্বেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল একটি আর্থিক সচেতনতা ও ঋণ বিতরণ শিবির।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মন্দিরের প্রণামী অ্যাকাউন্টের জন্য কিউআর কোড সুবিধার উদ্বোধন, যা ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করবে। এছাড়াও, পিএমজেজেএবিওয়াই ও পিএমএসবিওয়াই প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকদের মধ্যে ডামি চেক বিতরণ করা হয় এবং কেসিসি, পিএম সূর্যাঘর ও অদ্বিতীয়া প্রকল্পের ঋণগ্রহীতাদের কিউআর কোড ও ঋণ মঞ্জুরিপত্র প্রদান করা হয়।
সমস্ত অতিথিবৃন্দ অনুষ্ঠানে আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং গ্রামীণ ও আধা শহরাঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবা বিস্তারে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
শিবিরে ২০০ জনেরও বেশি গ্রাহক অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানের প্রভাব এবং সফলতা আরও বৃদ্ধি করেছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগণের মধ্যে আর্থিক সচেতনতা এবং অন্তর্ভুক্তি বাড়বে বলে আশা করা যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, আইএএস, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা অন্তরা দেব সরকার, মহকুমা শাসক বিঙ্কি সাহা, ব্লক ডেভেলপমেন্ট অফিসার নন্তু দেব, টিজিবি চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এবং আঞ্চলিক ব্যবস্থাপক পায়েল সাহা।