ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও ত্রিপুরাবাসীর জন্য আজ এক ইতিহাসগড়া দিন। সেবা, বিশ্বাস ও রূপান্তরের দীর্ঘ যাত্রায় আজ যুক্ত হলো এক গৌরবময় নতুন অধ্যায়। সমগ্র দেশের আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলোর জন্য অভিন্ন নতুন ইউনিফাইড লোগো উন্মোচন করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই নতুন লোগো ঐক্য, শক্তি এবং গ্রামীণ ভারতের সামগ্রিক ক্ষমতায়নের প্রতি আমাদের গভীর অঙ্গীকারের প্রতীক।
লোগো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তাঁর সম্মানজনক উপস্থিতি এ আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে এবং আমাদের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার অনুপ্রেরণা জোগায়। মুখ্যমন্ত্রীর দিকনির্দেশনা আমাদের ব্যাংকের ভবিষ্যৎ কর্মকৌশলকে সুদৃঢ় ভিত্তি প্রদান করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং ও জেনারেল ম্যানেজার শ্রী অনুপ কুমার সাহা। তাঁদের অভিজ্ঞ নেতৃত্ব ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ক্রমাগত অগ্রগতির অন্যতম চালিকা শক্তি। ব্যাংকের সুশাসন, উদ্ভাবনী উদ্যোগ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা রক্ষায় তাঁদের ভূমিকা অনন্য।
নতুন লোগো শুধু একটি চিহ্ন নয়—এটি একটি প্রতিশ্রুতি। উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রতিটি পরিবারের আর্থসামাজিক উন্নয়নে অবিচল সেবার প্রতিশ্রুতি। এটি ব্যাংকের দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনার সাথে মিল রেখে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রতীকী অঙ্গীকার বহন করে।
এই নতুন অধ্যায়ের সঙ্গে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক পুনরায় অঙ্গীকার করছে—নব উদ্যম, সুস্পষ্ট লক্ষ্য ও দৃঢ় সংকল্প নিয়ে ত্রিপুরার গ্রামীণ সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার।