আগরতলা, ৪ ডিসেম্বর, ২০২৫ঃ
দেশে চারটি নতুন শ্রম কোড প্রবর্তনের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল সিআইটিইউ। বৃহস্পতিবার অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল আগরতলা মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে শ্রম দফতরের কাছে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্তসহ অন্যান্য নেতা-কর্মীরা।
সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে জানান, এই চারটি “দানবীয় শ্রম কোড” শ্রমিক, শিক্ষক ও অন্যান্য কর্মচারীর অধিকার হরণ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কর্মসংস্থানে সমস্যা সৃষ্টি করবে। তিনি আরও জানান, চারটি শ্রম কোড বাতিলের দাবিতে ইতিমধ্যেই দেশের অন্যান্য রাজ্যেও প্রতিবাদ শুরু হয়েছে এবং আগামী দিনে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে। শ্রমিক ও কর্মচারীদের স্বার্থ রক্ষায় না হলে তারা প্রতিরোধের পথে হাঁটবেন বলে তিনি সতর্ক করে দেন।
গত ২১ নভেম্বর কেন্দ্রীয় সরকার এই চারটি শ্রম কোড খসড়া বিধি প্রকাশ করেছে। এ নিয়ে দেশ জুড়ে প্রতিবাদে যোগ দিয়েছে বামপন্থী সংগঠনসমূহ। এই চারটি শ্রম কোড কার্যকর করার আগে সরকারের পক্ষ থেকে ৪৫ দিনের মতামত গ্রহণের সময় প্রদান করা হয়েছে। যৌথ তালিকার কারণে রাজ্যগুলোকে তাদের বিধি প্রণয়ন করার নির্দেশ দেয়া হয়েছে। পুরো প্রক্রিয়া শেষে সম্ভবত আগামী এপ্রিল মাসে নতুন শ্রম কোড চালু হতে পারে।