আগরতলা, ৩১ মার্চ, ২০২৫ঃ
ত্রিপুরা সরকার মানুষের কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। সোমবার, মুখ্যমন্ত্রী মানিক সাহা এজিএমসি ও জিবিপি হাসপাতালে এক মিড ডে মিল পরিষেবা চালু করে একথা বলেন। মুখ্যমন্ত্রী এদিন এজিএমসি জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে চালু হওয়া এই নতুন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। নতুন সুপার স্পেশালিটি বিভাগ চালু করা এবং আগরতলা এজিএমসি জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, রাজ্য সরকার মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এদিকে নতুন এই উদ্যোগে রোগী এবং তাদের আত্মীয়-পরিজনরা শুধুমাত্র দশ টাকার বিনিময়ে মিড ডে মিল খাবার পরিষেবা পাবে। দুপুর ১২টা থেকে এই পরিষেবা শুরু হবে এবং প্রথমে ১০০ জন এই সুবিধা পাবেন। এছাড়া, মুখ্যমন্ত্রী এদিন হাসপাতাল পরিদর্শনকালে জানান, এজিএমসি জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন ব্যবস্থার উন্নয়নের জন্য ইতিমধ্যে মোহন ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি হয়েছে। কিডনি প্রতিস্থাপন সম্পর্কিত পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন, এবং এর জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী কর্তৃপক্ষকে এই ধরনের উদ্যোগের জন্য অভিনন্দন জানান এবং বলেন, রাজ্য সরকার ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।