আগরতলা, ২৬ মার্চ, ২০২৫ঃ
বিধানসভায় বুধবার তিনটি বিল ধ্বনিভোটে গৃহীত হয়েছে৷ ‘দ্য সোসাইটিস রেজিস্ট্রেশন, ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট বিল ২০২৫ বিল ও ‘দ্য
ত্রিপুরা কো-অপারেটিভ সোসাইটিস, ফিফথ অ্যামেন্ডমেন্ট বিল ২০২৫ বিলটি পেশ করেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ‘দ্য ত্রিপুরা এক্সাইজ, ফিফথ অ্যামেন্ডমেন্ট বিল
২০২৫ বিলটি সভায় পেশ করেন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ। এই বিলের উপর বিধায়ক গোপাল চন্দ্র রায় সংক্ষিপ্ত
আলোচনা করেন। এদিকে বিধানসভা অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য পেশ করা ব্যয় বরাদ্দের উপর সাধারণ আলোচনায় ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দলের ১০ জন সদস্য আলোচনায় অংশ নেন। অর্থমন্ত্রীর পেশ করা ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেটের উপর এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ বিধায়ক আলোচনা করেছেন। এর মধ্যে বিরোধী দল সিপিএম কংগ্রেসের বিধায়ক ছিলেন সাতজন। আগামী ১ এপ্রিল পর্যন্ত আরো তিন দিন বাজেটের উপর সাধারণ আলোচনা করা হবে।