আগরতলা, ২৭ মার্চ, ২০২৫ঃ
সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার মতিনগর এলাকায় সীমান্তের ওপারের ৯০টি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়ল প্রশাসন। বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা পুলিশ এবং বিএসএফের সঙ্গে এলাকায় পৌঁছাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার আগে কোনো রকম পূর্ব নোটিশ দেওয়া হয়নি। পাশাপাশি, যেহেতু এসব পরিবার দীর্ঘদিন ধরেই সীমান্তের ওপারে বসবাস করছে, তাই তাদের বিকল্প আবাসনের ব্যবস্থা করা উচিত ছিল। রমজান মাসের কথা মাথায় রেখে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলেও দাবি করেন গ্রামবাসীরা। বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের নেতৃত্বে দলটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে গ্রামবাসীরা সংঘবদ্ধভাবে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিএসএফ মোতায়েন করা হয়। কয়েক মাস আগে রাজ্যপাল ইন্দ্র সেনা রেদ্দি নাল্লু সীমান্তের ওপারের বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করে তাদের ভারতের অভ্যন্তরে চলে আসার আহ্বান জানিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুসারে, সীমান্তের ওপারে বসবাসরত পরিবারগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

You May Also Like

Tripura government proposed a comprehensive ₹145.71 crore project to rejuvenate the Howrah River

Agartala: Mar 27: The Tripura government has proposed a comprehensive ₹145.71 crore…

২ এপ্রিল থেকে পর্ষদ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু

আগরতলা, ২৭ মার্চ, ২০২৫ঃত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার…

সিপাহীজলা গেস্ট হাউস সংলগ্ন এলাকায় উদ্ধার আগ্নেয়াস্ত্র!ব্যাপক চাঞ্চল্য গ্রেপ্তার ৪!!

সিপাহীজলা গেস্টহাউস কটেজে প্রবেশের পথে উদ্ধার আগ্নেয়াস্ত্র বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার ৪জন। সম্প্রীতি…

মানকি বাত অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ মার্চ, ২০২৫ঃরবিবার সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী…