আগরতলা, ২৭ মার্চ, ২০২৫ঃ
সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার মতিনগর এলাকায় সীমান্তের ওপারের ৯০টি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়ল প্রশাসন। বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা পুলিশ এবং বিএসএফের সঙ্গে এলাকায় পৌঁছাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার আগে কোনো রকম পূর্ব নোটিশ দেওয়া হয়নি। পাশাপাশি, যেহেতু এসব পরিবার দীর্ঘদিন ধরেই সীমান্তের ওপারে বসবাস করছে, তাই তাদের বিকল্প আবাসনের ব্যবস্থা করা উচিত ছিল। রমজান মাসের কথা মাথায় রেখে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলেও দাবি করেন গ্রামবাসীরা। বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের নেতৃত্বে দলটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে গ্রামবাসীরা সংঘবদ্ধভাবে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিএসএফ মোতায়েন করা হয়। কয়েক মাস আগে রাজ্যপাল ইন্দ্র সেনা রেদ্দি নাল্লু সীমান্তের ওপারের বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করে তাদের ভারতের অভ্যন্তরে চলে আসার আহ্বান জানিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুসারে, সীমান্তের ওপারে বসবাসরত পরিবারগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।