আগরতলা, ৩০ মার্চ, ২০২৫ঃ
রবিবার সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২০ তম মন কি বাত অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যেখানে যোগা, ছাত্র-ছাত্রী, কৃষক, মেহনতী মানুষের করণীয়, এবং দেশাত্মবোধকতার উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি, ভারতের সহিষ্ণুতার সংস্কৃতির উল্লেখ করে রাজ্য সরকারের কাজের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা তার ভাষণে বলেন, “কংগ্রেস এবং ইউপিএ সরকারের সময় দেশের সুরক্ষা ছিল না।” তিনি আরও বলেন, চীন ও পাকিস্তানের অতীত আগ্রাসনের কথা উল্লেখ করে বর্তমান কেন্দ্রীয় এনডিএ সরকারের নীতি ও কর্মকাণ্ডের প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, “বর্তমানে রাজ্যও সহিষ্ণুতার সংস্কৃতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে,” যা রাজ্যের সামগ্রিক উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে।