আগরতলা, ৩১ মার্চ, ২০২৫ঃ
আগরতলার কুঞ্জবন পন্ডিত নেহেরু কমপ্লেক্সে গড়ে উঠা মাল্টি স্টোরেড অফিস বিল্ডিং পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ১ একর জমিতে গড়ে তোলা এই অত্যাধুনিক অফিস বিল্ডিংয়ের নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। গ্রাউন্ড ফ্লোর সহ ১৪ তলা ভবন তৈরি করা হচ্ছে। প্রকল্পের জন্য রাজ্য সরকার ১৩৩ কোটি টাকা বরাদ্দ করেছে। সোমবার এই নির্মীয়মান ভবন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী জানান, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে নির্মাণ সংস্থার কর্তারা তাঁকে জানিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন সরজমিনে ভবনের কারিগরি ব্যবস্থা সহ নিরাপত্তার বিষয়ে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। তিনি জানান, এই ভবনটির নির্মাণে ক্যালিফোর্নিয়ার ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটি রাজ্যে প্রথম উচ্চতাসম্পন্ন বহুতল ভবন। এছাড়া, এই মাল্টি স্টোরেড অফিস বিল্ডিংয়ে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, ৪০০ আসনবিশিষ্ট হল, অতিরিক্ত সোলার ইলেকট্রিফিকেশন, বাগান এবং পরিবেশ সুরক্ষার ব্যবস্থা থাকবে। এই প্রকল্পটি বিজ্ঞানভিত্তিকভাবে তৈরি হচ্ছে এবং এর সম্পন্ন হওয়ার পর রাজ্যের উন্নয়নে আরও একটি মাইলফলক হিসেবে যোগ হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই প্রকল্পটি রাজ্যের জন্য এক গুরুত্বপূর্ণ অবদান হবে বলে আশা প্রকাশ করেন।