আগরতলা, ১৫ জুন, ২০২৫ঃ
উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়িতে, এক নাকা পয়েন্টে বিশেষ তল্লাশি অভিযানে প্রায় চার কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। রবিবার আসাম থেকে ত্রিপুরা আসা একটি গাড়িতে মাদক পাচার করা হচ্ছিল এই ইয়াবা টেবলেট। গাড়িটিকে আটক করে তল্লাশি করলে গাড়ির ভিতরে থাকা ৮টি বড় প্যাকেট থেকে মোট ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত গাড়ি চালক সঞ্জয় সাহানীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের বাড়ি চুরাইবাড়ি রেল গুদাম সংলগ্ন পূর্ব ফুলবাড়ী পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই যুবক মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, তবে আগে নির্দিষ্ট প্রমাণের অভাবে তাকে ধরা সম্ভব হয়নি।
পুলিশ সুপার অবিনাশ রাই জানান, মাদকবিরোধী অভিযানে প্রশাসন সম্পূর্ণ তৎপর রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে রাজ্যকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।” তদন্তে আরও কয়েকজন বড় মাদকচক্রের পাণ্ডার নাম উঠে আসার সম্ভাবনার কথাও জানান তিনি।