আগরতলা, ৩ জুলাই, ২০২৫ঃ
পুরাতন আগরতলার খয়েরপুরস্থিত চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে কৃষ্ণমালা মুক্তমঞ্চে বৃহস্পতিবার ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও প্রদর্শনীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। খার্চি মেলা আগামী ৭ দিনব্যাপী চলবে, যেখানে রাজ্যের সংস্কৃতি, কৃষ্টি ও সম্প্রীতির অনন্য চিত্র ফুটে উঠবে।
উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, “খার্চি মেলা রাজ্যের মিশ্র সংস্কৃতির এক বৃহৎ মিলনস্থল। এখানে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধের আবহ তৈরি হয়। এই মেলার মাধ্যমে জনজাতি ও জাতি সম্প্রদায়ের মধ্যে এক নিবিড় সাংস্কৃতিক আদান-প্রদান ঘটে।”
তিনি আরও জানান, খার্চি পূজা কেবল ত্রিপুরার রাজ পরিবারের কূলদেবতার পূজা নয়, এটি এখন রাজ্যের জাতি-জনজাতি উভয় সম্প্রদায়ের কাছে সার্বজনীন। খার্চি পূজা হলো সুখ, সমৃদ্ধি ও চেতনার প্রতীক।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, রাজ্য সরকার হারিয়ে যেতে বসা লোকশিল্প, নাট্যশিল্প এবং পুতুল নাচকে রক্ষা ও পুনরুজ্জীবিত করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। গত এক বছরে রাজ্যে ৫০০-রও বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রাজ্যে সাংস্কৃতিক কর্মশালার জন্য রাজ্য বাজেটে ৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের সহায়তায় বিভিন্ন প্রশিক্ষণমূলক কোর্স চালু করা হয়েছে রাজ্যের প্রতিভাবানদের জন্য।
মেলা প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তথ্যসমৃদ্ধ প্রদর্শনীমূলক স্টল খোলা হয়, যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কৃষ্ণমালা মুক্তমঞ্চ ও হারেলি মঞ্চে আগামী সাত দিন ধরে চলবে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।