আগরতলা, ৫ জুলাই, ২০২৫ঃ
বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে এবার সরব হল তিপ্রামথা। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে আওয়াজ তুললেও কার্যকর পদক্ষেপ না থাকায় এবার দিল্লির উদ্দেশ্যে পদযাত্রার উদ্যোগ নিল দলটি। শনিবার আগরতলার উত্তর গেট থেকে শুরু হয় এই পদযাত্রা। মথার একাধিক সদস্য ও সমর্থকেরা এই কর্মসূচিতে অংশ নেন।
এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে তিপ্রামথা দলের পক্ষে ডেভিড মুড়াসিং জানান, “বাংলাদেশি অনুপ্রবেশ এখন আর শুধু সীমান্তবর্তী রাজ্যের সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। অথচ রাজ্য সরকার এই বিষয়ে কার্যকর কোনও পদক্ষেপ নিচ্ছে না। তাই আমরা এবার দিল্লির পথে হাঁটছি, যাতে কেন্দ্রীয় সরকার এই সমস্যার গুরুত্ব অনুধাবন করে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।”
ডেভিডের অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশের ফলে ত্রিপুরার বহু মানুষ তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। জমি, চাকরি ও শিক্ষা-সহ নানা ক্ষেত্রে রাজ্যের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, “আমরা বহুবার ডেপুটেশন জমা দিয়েছি, আন্দোলন করেছি, কিন্তু কোনও ফল হয়নি। বাধ্য হয়েই আমরা দিল্লিতে গিয়ে আমাদের দাবি জানাতে চলেছি।”
তিপ্রামথার এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন দলের প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মনও। তিনি বলেছেন, “এই পদযাত্রা রাজ্যের মানুষের স্বার্থ রক্ষার লড়াই। সীমান্ত নিরাপত্তা ও জনসংখ্যাগত ভারসাম্য রক্ষার জন্য কেন্দ্রের হস্তক্ষেপ এখন অত্যন্ত জরুরি।”