আগরতলা, ৬ জুলাই, ২০২৫ঃ
আসামের পাহাড়ি অঞ্চলে ফের ধ্বস নামায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের মাইবং-দাওতুহাজা ও মুপা-দিহাকু সেকশনে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। রেল সূত্রে জানা গেছে, শনিবার রাতেই এই দুটি স্থানে রেললাইনে ধস নামে। রবিবার সকাল থেকে ওই রুটে কোনো ট্রেন চলতে পারেনি।
রেল দপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইনে ধ্বংসাবশেষ সরিয়ে পরিষেবা স্বাভাবিক করার কাজ দ্রুতগতিতে চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা লেগে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ধ্বসের জেরে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হওয়া গুয়াহাটি-রঙ্গিয়া এক্সপ্রেস আটকে আছে হাতিখালি স্টেশনে। গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে লামডিং স্টেশনে। গুয়াহাটি-দুল্লভছড়া ট্রেনটি লাংটিং স্টেশনে আটকে আছে। এদিকে, আগরতলা-দেওঘর এক্সপ্রেস ট্রেনটি শেষরাত তিনটে থেকে হাফলং স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।
টানা ধ্বস ও রেল পরিষেবা ব্যাহত হওয়ায় চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকেই স্টেশন চত্বরে রাত কাটাতে বাধ্য হয়েছেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে এই সমস্যা তৈরি হয়েছে এবং সব রকম ব্যবস্থা গ্রহণ করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
পরিস্থিতির ওপর নজর রাখছে রেল দপ্তর ও প্রশাসন। যাত্রীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সাহায্য নিশ্চিত করতে স্টেশনগুলিতে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।