আগরতলা, ২৫ জুলাই, ২০২৫ঃ
এফআরএস বা ফুড ট্র্যাকিং সিস্টেম পদ্ধতি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে শুক্রবার আগরতলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে গণঅবস্থান করলেন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যরা। কর্মীদের অভিযোগ, এই পদ্ধতির ফলে বহু শিশু ও মায়েরা পুষ্টি প্রকল্পের অধীন খাদ্যসামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন, যা সরাসরি খাদ্যের অধিকার আইনের লঙ্ঘন। তাঁরা জানিয়ে দেন, “এই অধিকার হরণ মানি না, মানবো না।”
অবস্থানে অংশগ্রহণকারী কর্মী ও সহায়িকারা আরও একগুচ্ছ দাবি উত্থাপন করেন। এর মধ্যে ছিল— অঙ্গনওয়াড়ি কর্মীদের উপযুক্ত গুণমানসম্পন্ন ভালো মোবাইল সরবরাহ, আইসিডিএস প্রকল্পের বাজেট বরাদ্দ বৃদ্ধি, মোবাইল ব্যবহারের জন্য প্রতি মাসে নির্ধারিত খরচ প্রদান, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিডিং বিল প্রদান এবং প্রতি মাসে বিল মিটিয়ে দেওয়ার দাবি।
তাঁরা আরও জানান, অবসরের পর কর্মী ও সহায়িকাদের জন্য গ্র্যাচুইটি ও পেনশনের ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি, তাঁদের ন্যূনতম মাসিক বেতন ২৬ হাজার টাকা এবং পেনশন ১০ হাজার টাকা ধার্য করতে হবে বলেও দাবি জানানো হয়। কাজের জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলা হয়।
এই গণঅবস্থানে সিআইটিইউ-র রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মীদের দাবির প্রতি সংহতি জানান। বক্তারা জানান, সরকার যদি দ্রুত এই দাবিগুলির প্রতিফলন না ঘটায়, তাহলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন।