আগরতলা, ১৮ আগস্ট, ২০২৫ঃ
দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহাকুমার মনুঘাট রমেন্দ্রনগর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত গ্রামে হানা দিল বাংলাদেশী চোরের দল। রবিবার গভীর রাতে প্রায় রাত ২টা থেকে আড়াইটার মধ্যে বাংলাদেশি ডাকাত দল আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং দুই পরিবারের দুটি পূর্ণবয়স্ক গরু চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রসজ্জিত চোরেরা গরুগুলিকে নিয়ে ফেনী নদীর খরস্রোতা পার হয়ে বাংলাদেশে পাচার করে দেয়। সোমবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই গোটা গ্রামজুড়ে কান্না ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন, ঘটনাস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে রয়েছে বিএসএফের ১২১ নম্বর ব্যাটালিয়নের একটি ওয়াচ টাওয়ার। তাদের অভিযোগ, সীমান্ত রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না বিএসএফ জওয়ানরা। অনেকে এমনও মনে করছেন, বিএসএফের নীরব সমর্থন ছাড়া এতবড় সীমান্ত অপরাধ সংঘটিত হওয়া সম্ভব নয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। সোমবার সকালে সাব্রুম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি সিপিআইএম কৃষক সভার প্রতিনিধি দল ভুক্তভোগী পরিবারগুলির সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেয়।