আগরতলা, ২০ নভেম্বর:, ২০২৫ঃ
দ্বিতীয় শ্রেণির ছাত্রী দিপান্বিতা পালের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে বিদ্যালয় শিক্ষা দফতরের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল ত্রিপুরা মানবাধিকার কমিশন। কমিশন ১৫ দিনের মধ্যে ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
গত ৯ নভেম্বর আগরতলার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রী দিপান্বিতা একটি সরকারি অনুষ্ঠানে অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে তীব্র রোদে খোলা মাঠে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় বলে অভিযোগ উঠেছে। অসুস্থতা বোধ করে সে শিক্ষকদের জানালেও তাকে ছাড় দেওয়া হয়নি। অনুষ্ঠান চলাকালীন এক পর্যায়ে সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তড়িঘড়ি তাকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে টানা ১১ দিন চিকিৎসার পর মঙ্গলবার মৃত্যু হয় দিপান্বিতার।
পরিবারের অভিযোগ, পুরো চিকিৎসাকালীন একবারও স্কুল কর্তৃপক্ষ খোঁজ নেয়নি। অন্যদিকে, দায় এড়াতে বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, দিপান্বিতা ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল।
ঘটনাটি মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত বহন করছে বলে মনে করছে কমিশন। কমিশনের চেয়ারপার্সন বিচারপতি অরিন্দম লোধ শিক্ষা দফতরের অধিকর্তার কাছে ঘটনার ব্যাখ্যা চেয়েছেন।
আগামী ২৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে।