আগরতলা, ১০ এপ্রিল ২০২৫ঃ
ত্রিপুরায় একটি হোমিওপ্যাথি কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আয়োজিত সরকারের এই নতুন পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং এটি দীর্ঘমেয়াদি চিকিৎসায় কার্যকরী। এই চিকিৎসা পদ্ধতির সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। এবছরের বিশ্ব হোমিওপ্যাথি দিবসের মূল ভাবনা ‘অধ্যয়ন-শিক্ষাদান-গবেষণা’, যা চিকিৎসা পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। রাজ্যে ইতিমধ্যে ৭টি আয়ুষ আরোগ্য মন্দির ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটাল-এর স্বীকৃতি লাভ করেছে। রাজ্যে বর্তমানে ১৭৩ জন হোমিওপ্যাথি চিকিৎসক এবং আয়ুষ কমিউনিটি হেলথ অফিসার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োজিত রয়েছেন। ২০২৩-২৪ অর্থবর্ষে ২.৮০ লক্ষ এবং ২০২৪-২৫ অর্থবর্ষের ফেব্রুয়ারি পর্যন্ত ২.২২ লক্ষ রোগী হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, কৈলাসহর ও উদয়পুরে একটি করে ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল খুব শীঘ্রই চালু হবে।