আগরতলা, ২৮ এপ্রিল, ২০২৫ঃ
বিশিষ্ট শিক্ষাবিদ এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর অরুণোদয় সাহা ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হলেন। সোমবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই সম্মান গ্রহণ করেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।
প্রফেসর সাহার দীর্ঘদিনের শিক্ষা ও গবেষণার অবদান ত্রিপুরাসহ সমগ্র উত্তর-পূর্ব ভারতের শিক্ষাক্ষেত্রকে সমৃদ্ধ করেছে। তাঁর নেতৃত্বে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় নতুন উচ্চতায় পৌঁছেছিল এবং গবেষণা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাহিত্য জগতে তাঁর চিন্তাধারার স্বকীয়তা এবং সমাজচেতনার প্রতিফলন বিশেষভাবে উল্লেখযোগ্য।
পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রফেসর অরুণোদয় সাহাকে আন্তরিক অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী এক বার্তায় বলেন, “ত্রিপুরার গর্ব, প্রফেসর অরুণোদয় সাহার এই অর্জন রাজ্যের জন্য এক বিশেষ সম্মান। তাঁর অবদান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
উল্লেখ্য, প্রতি বছর দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কেন্দ্র সরকার পদ্ম পুরস্কার প্রদান করে। এবারের তালিকায় প্রফেসর সাহার নাম যুক্ত হওয়ায় ত্রিপুরা তথা সমগ্র উত্তর-পূর্ব ভারতের জন্য এটি একটি গর্বের মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে।