আগরতলা, ৬ জুলাই, ২০২৫ঃ
ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে পালিত হল বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত হয় রাজ্যব্যাপী অনুষ্ঠান, যেখানে মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘোষণা করেন, আগরতলা টাউনহলের নাম পরিবর্তন করে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাঙ্কিত করা হবে এবং টাউন হল চত্বরে তাঁর একটি মর্মর মূর্তিও স্থাপন করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ড. শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন আত্মনির্ভর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। তাঁর ভাবধারা ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকার সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছে।” তিনি আরও বলেন, পূর্বে পরিকল্পিতভাবে এই মহান নেতার ভাবধারাকে আড়াল করে রাখা হয়েছিল, কিন্তু এখন নতুন প্রজন্ম তাঁর দেশপ্রেম ও দর্শনের সঙ্গে পরিচিত হচ্ছে।
এই বিশেষ দিনে ‘ড. শ্যামাপ্রসাদ মুখার্জি এক্সিলেন্স এওয়ার্ড’ চালু করার সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে, যা সমাজসেবা, প্রশাসনিক ও জাতীয় কাজে বিশেষ অবদানের জন্য প্রদান করা হবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে অডিটোরিয়ামের বারান্দায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মজীবন নিয়ে এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী এবং উপস্থিত স্কুল-কলেজ পড়ুয়াদের নিয়ে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে সামনে রেখে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী।