আগরতলা, ১৯ নভেম্বর, ২০২৫ঃ
তিপ্রা মথা কর্মীদের উপর হামলার পালটা বিজেপির দলীয় অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠে ত্রিপুরার এডিসি সদর খুমলুঙ। অভিযোগ, তিপ্রা মথা সমর্থকদের ঢিল ছোড়া ও হামলার জেরে বিজেপির দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। ধ্বংস হয়ে গেছে ভিতরে সাজানো দলীয় পোস্টার, ব্যানার সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ছবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুমলুঙ পার্ক সংলগ্ন রাস্তায় তিপ্রা মথার তিন কর্মী হেঁটে যাওয়ার সময় বিজেপি সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই সময় বিজেপি কর্মীদের সংখ্যা বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিন মথা কর্মীর উপর ইট-লাঠি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাদের খেরেংবার হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর অল্প সময়ের মধ্যেই তিপ্রামথা সমর্থকদের একদল বিজেপি পার্টি কার্যালয়ে হানা দিয়ে ভাঙচুরের পর অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার সময় বিজেপি নেতা-কর্মীরা পালিয়ে যেতে বাধ্য হন।
রাতে হাসপাতালে আহত কর্মীদের দেখতে যান টাকারজলা বিধায়ক বিশ্বজিৎ কলয়, এমডিসি গণেশ দেববর্মা ও ছাত্র-যুব নেতা সুরজ দেববর্মা। তারা ঘটনার নিন্দা করেন।