সিপাহীজলা গেস্টহাউস কটেজে প্রবেশের পথে উদ্ধার আগ্নেয়াস্ত্র বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার ৪জন। সম্প্রীতি ঘটে যাওয়া তেলিয়ামুড়া কুসশায়টিলা এলাকায় অভিজিৎ দাস তার শ্বশুর বাড়িতে স্ত্রীকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুড়ে। এই ঘটনায় তেলিয়ামুড়া থানা পুলিশ মোট ৪জনকে গ্রেফতার করে তেলিয়ামুড়া চারিপাড়া শ্মশান এলাকায়। বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত অভিজিৎ দাসকে নিয়ে তেলিয়ামুড়া মহকুমার এসডিপিও পান্নালাল সেনের নেতৃত্বে পুলিশ সিপাহী জলা গেস্ট হাউজের পাশে জঙ্গল থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন। তবে প্রশ্ন হচ্ছে কিভাবে তেলিয়ামুড়া থেকে এই আগ্নেয়াস্ত্রটি সিপাহীজলা গেস্ট হাউসে নিয়ে আসলো অভিযুক্তরা। জানাযায় সিপাহীজলা গেস্ট হাউজ ও কটেজের মধ্যে প্রতিনিয়ত চলছে এখন দিনের আলোতে বিভিন্ন নেশার রমরমা বাণিজ্য এবং মক্ষীরাণীদের নিয়ে আসর।