আগরতলা, ২৫ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরা টিটিএএডিসি এলাকায় বেআইনি অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। এই পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে একটি নির্দল পর্যবেক্ষণ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তিনি।
একটি সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় প্রদ্যোত লেখেন, “আমি ত্রিপুরা টিটিএএডিসিকে অনুরোধ করেছি, যাতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়, যারা অবৈধভাবে টিটিএএডিসি এলাকায় প্রবেশ করা অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে কাজ করবে।”
তিনি জানান, আসাম রাজ্যে বর্তমানে অবৈধভাবে বসবাসকারী অনেককে উচ্ছেদ করা হচ্ছে। ফলে তাদের একটি বড় অংশ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে, বিশেষত ত্রিপুরার এডিসি এলাকায় প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাই এই পর্যবেক্ষণ কমিটিকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং জনগণের অধিকার রক্ষার লক্ষ্যেই কাজ করতে হবে বলে মন্তব্য করেন প্রদ্যোত। তাঁর মতে, “এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং এডিসি এলাকায় বসবাসকারী মানুষের স্বার্থরক্ষায় সবাইকে একজোট হয়ে পদক্ষেপ নিতে হবে।”
গত ১৯ মে কেন্দ্র সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি হলে রাজ্য সরকার গুলিকে নিজ নিজ রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যার যার দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে বলা হয়। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে তিপ্রামথা ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীদের চিহ্নিত চিহ্নিত করে ফেরত পাঠাতে দাবি শুরু করে। দলের পক্ষে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ, বিজেপি কেন্দ্রীয় সভাপতি ও ভারতে নির্বাচন কমিশনের কাছে আলাদা আলাদা ভাবে এই দাবি জানানো হয়েছে।