আগরতলা, ১ এপ্রিল, ২০২৫ঃ
আগরতলার শকুন্তলা রোডে শুরু হয়েছে চৈত্র মেলা। প্রতিবছরের মতো এবারও ১ এপ্রিল থেকে শুরু হয়েছে এই মেলা, যা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। রাজ্যের পুরনো রেওয়াজ অনুসারে, বছরের শেষের দিকে এই রিডাকশন সেলটি চৈত্র মেলা নামে পরিচিতি পেয়েছে।
এবার আগরতলা পুর পরিষদের এই আয়োজিত এই মেলায় আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং বহিঃরাজ্য থেকেও ছোট ব্যবসায়ীরা মেলায় অংশগ্রহণ করছেন। উত্তর প্রদেশ থেকে এসেছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী, যিনি মেলায় যোগ দিয়েছেন এবং ব্যবসার আশায় পসরা সাজিয়ে বসেছেন। চৈত্র মেলার প্রথম দিন ব্যবসায়ীরা আশা করছেন যে, তাদের জন্য এবছর ব্যবসা ভালো হবে। এক মহিলা ব্যবসায়ী জানিয়েছেন, “আমরা এখানে আশায় বসেছি, ভবিষ্যতের উপর ভাগ্য ছেড়ে দিয়েছি। আশা করি ভালো ব্যবসা হবে।” তবে, চৈত্র মেলা আয়োজন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নাগরিক মহলে সমালোচনা হচ্ছে, শহরের ব্যস্ততম শকুন্তলা রোডের একটি অংশ বন্ধ করে মেলা আয়োজন করার ফলে শহরের যানজট এবং অন্যান্য সমস্যা সৃষ্টি হতে পারে। তবে বাণিজ্যিক সংগঠনগুলির সুত্রে জানা গেছে দুই সপ্তাহের এই শহুরে মেলায় প্রায় ৫ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ব্যবসা হয়।