আগরতলা, ১৩ জুলাই, ২০২৫ঃ
নয়াদিল্লিতে পড়াশোনা করতে গিয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছেন ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুমের বাসিন্দা উনিশ বছরের তরুণী স্নেহা দেবনাথ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের আত্মারাম সনাতন ধর্ম কলেজের ছাত্রী স্নেহার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ত্রিপুরা জুড়ে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ৭ জুলাই ভোরে শেষবার মায়ের সঙ্গে কথা হয় স্নেহার। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। জানা গিয়েছে, ওইদিন ভোরে স্নেহা তাঁর বন্ধু পিটুনিয়ার সঙ্গে সরায় রোহিলা স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ভোর ৫টা ৫৬ মিনিটে মায়ের সঙ্গে শেষ কথা হয় তাঁর। তবে, পরে পিটুনিয়া দাবি করেন, তাঁর সঙ্গে স্নেহার দেখা হয়নি। এই বয়ান ঘিরেই সন্দেহ দানা বাঁধে পরিবারে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই হস্তক্ষেপ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এক্সে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, দিল্লিতে নিখোঁজ স্নেহার খোঁজে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে দিল্লি পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, স্নেহাকে শেষবার দেখা গিয়েছিল দিল্লির সিগনেচার ব্রিজে। তবে তারপর তাঁর কোনও খোঁজ মেলেনি।
তরুণীর পরিবার দিশেহারা। তাঁরা দ্রুত স্নেহার খোঁজ পাওয়ার জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন জানাচ্ছেন। পুলিশের তরফেও বন্ধুর বক্তব্যসহ সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।