আগরতলা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ঃ
রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতির অভিযোগ তুলে শনিবার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে ১১ দফা দাবিসহ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। নেশা বাণিজ্যের প্রসার, পুজোর চাঁদার জুলুম, এবং সাধারণ মানুষের জীবনযাত্রার নানা সমস্যার সমাধানের দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়।
প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল সচিবালয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে দাবি পেশ করে। ডেপুটেশনে বলা হয়, রাজ্যে কার্যত আইনের শাসন ভেঙে পড়েছে এবং নেশা কারবারীদের রমরমায় সাধারণ মানুষ ভুগছে।
কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, মুখ্যমন্ত্রী মানিক সাহা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বিশেষত পুজোর সময় চাঁদা আদায়ের জুলুম বন্ধে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
রাজ্যের রাজনৈতিক আবহে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জল্পনা বাড়ছে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের এই ডেপুটেশনকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।