আগরতলা, ১৬ এপ্রিল ২০২৫ঃ
ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে আবার বিপুল পরিমাণ মাদক আটক করল বিএসএফ। বুধবার সন্ধ্যায় সিপাহিজলা জেলার এনসি নগর সীমান্ত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে ইয়াবা পাচারের একটি বড় চক্রান্ত ভেস্তে দিলো বিএসএফ। গোয়েন্দা খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফ জওয়ানরা সীমান্ত সংলগ্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। বিএসএফ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে, ২১টি প্যাকেট থেকে মোট ৪৩,৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ। যার বাজার মূল্য ৪.৩৮ কোটি। পাশাপাশি, একই দিনে ত্রিপুরা সীমান্তের অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে ৩,৬৮,৬০৪ মূল্যের আরও কিছু চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে তারা কঠোর নজরদারি চালাচ্ছে এবং এই সাফল্য সেই প্রচেষ্টারই একটি অংশ। সম্প্রতি মাদকদ্রব্য জব্দের সংখ্যা বেড়ে যাওয়া বিএসএফ-এর সক্রিয়তা ও অঙ্গীকারেরই প্রমাণ। উদ্ধার হওয়া সমস্ত পণ্য পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। দেশের সীমান্ত রক্ষায় ও মাদক পাচার বিরোধী অভিযানে বিএসএফ প্রতিজ্ঞাবদ্ধ।