আগরতলা, ১৬ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরা জেলাস্তরের আধিকারিকদের প্রতি মাসে এলাকা সফর করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে বুধবার জোর রাজ্যের ৮ জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক আধিকারিকদের প্রতি নির্দেশ দেন, প্রতিমাসে নিয়ম করে অন্যান্য দপ্তরের জেলা পর্যায়ের আধিকারিকদের সঙ্গে এলাকা পরিদর্শন করতে হবে এবং জনগণের সমস্যা নিরসনে সক্রিয় উদ্যোগ নিতে হবে। পরিষেবায় ঘাটতি বা সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি।
বিশেষ করে রাজ্যে মাদক পাচার রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি থানার অধীনস্থ এলাকায় অবৈধ কার্যকলাপে জড়িতদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে আইনি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, ড্রাগস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করতেও আরক্ষা প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। বৈঠকে স্বাস্থ্য, পানীয়জল, শিক্ষা, রাস্তাঘাট, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অবৈধ কার্যকলাপ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিশদ আলোচনা হয়। মুখ্যমন্ত্রী আগরতলা শহরের পানীয়জল সরবরাহ ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে সাধারণ মানুষের অভাব-অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।