আগরতলা, ১৬ এপ্রিল, ২০২৫ঃ
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অবৈজ্ঞানিক রাস্তাঘাট, এমনটাই মনে করছেন পশ্চিম ত্রিপুরার সংসদ বিপ্লব কুমার দেব। তবে, কেবল সড়ক পরিকাঠামোর উন্নয়নেই সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয়। মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে, বেআইনি পার্কিং বন্ধ করতে হবে এবং গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বুধবার রাজ্য অতিথিশালা অনুষ্ঠিত হয়ে গেল ‘মেম্বার অব পার্লিয়ামেন্টস রোড সেফটি কমিটি’র সভা। এই সভায় সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় জাতীয় সড়ক সম্প্রসারণ ও উন্নয়নে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিছু সড়ক সম্প্রসারণ ও উন্নয়নের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে। তিনি জানান, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অবৈজ্ঞানিক রাস্তাঘাট, এবং বর্তমান সরকার দুর্ঘটনার কারণ চিহ্নিত করে সড়ক ব্যবস্থার মানোন্নয়নে পরিকল্পনা মাফিক কাজ করছে।
এই কমিটির সভা প্রতি তিন মাস অন্তর অন্তর জেলাভিত্তিকভাবে অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল লক্ষ্য সড়ক দুর্ঘটনা হ্রাসে কার্যকরী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। সড়ক দুর্ঘটনা রোধে সাংসদ, সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।