আগরতলা, ১৯ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরায় চিটফান্ড সংস্থাগুলোর সম্পত্তি বিক্রি করে প্রতারিতদের অর্থ ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ত্রিপুরায় চিটফান্ডে প্রতারিতদের জন্য বড়সড় আশার বার্তা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। শনিবার অর্থ দপ্তরের একটি অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন। এই অনুষ্ঠানে অর্থ দপ্তরের পরিদর্শক, ক্ষুদ্র সঞ্চয় গোষ্ঠী বীমা ও প্রাতিষ্ঠানিক অর্থায়ন পদের জন্য মোট ১১ জনকে সরকারি চাকরির অফারপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নিজে, সঙ্গে ছিলেন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। চাকরি প্রাপকদের হাতে অফারপত্র তুলে দিয়ে অর্থমন্ত্রী তাদের উজ্জ্বল কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানান।
অর্থমন্ত্রী বলেন, “সরকারি চাকরির ক্ষেত্রে যেন কোনও আইনি জটিলতা না থাকে, সেদিকে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন। নিয়ম মেনেই নিয়োগ করা হচ্ছে।” একই সঙ্গে তিনি জানান, রাজ্যে বহু মানুষ চিটফান্ডের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের গচ্ছিত অর্থ ফিরিয়ে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চিটফান্ড সংস্থাগুলোর সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই টাকা ফেরতের ব্যবস্থা করা হবে।
অর্থমন্ত্রীর এই ঘোষণা রাজ্যের বহু প্রতারিত নাগরিকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। সরকারের এই উদ্যোগ যদি বাস্তবায়িত হয়, তাহলে রাজ্যে চিটফান্ড প্রতারণার শিকার মানুষেরা দীর্ঘদিন পর ন্যায়বিচার পাবেন বলে আশা করছেন।